ইউটিউবে #Shorts ভিডিও বানিয়ে আয়

ইউটিউবে #Shorts ভিডিও বানিয়ে আয়

Android Teacher: Youtube হচ্ছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। যেখানে একজন Content Creator ভিডিও তৈরি করে আপলোড করে টাকা উপার্জন করতে পারে। তবে ভিডিও হতে হবে মৌলিক।

আপনিও যদি ভিডিও আপলোড করে টাকা ইমকাম করতে চান তাহলে Youtube সবচেয়ে সহজ পদ্ধতি। তবে এর জন্য আপনাকে মান সম্মত ভিডিও বানাতে হবে।

আরো পড়ুনঃ ইউটিউব থেকে ইনকামের সবচেয়ে সহজ উপায়

How to earn money from youtube short video.


তবে Youtube থেকে আর করার খুব সহজ উপায় হলো Shorts ভিডিও। Shorts ভিডিও বানাতে হলে আপনাকে Professional ভিডিও এডিট করতে হবে না। বর্তমানে ইউটিউবে সবচেয়ে বেশি view হয় Shorts ভিডিও। যার মিলিয়ন ছাড়িয়ে যায়। কারন ছোট ছোট ভিডিও দেখে viewer অল্প সময়ে অধিক বিনোদন নিতে পারে।

চলুন যেনে নেই কিভাবে Shorts ভিডিও আপলোড করে উপার্জন করবেন।

প্রথমে আপনাকে একটা ইউটিউব  চ্যানেল খুলতে হবে। চ্যানালের Category অনুযায়ী যথাযথ প্রোফাইল আইকন, চ্যানেল Art, Description দিয়ে সাজিয়ে নিবেন।

আরো পড়ুনঃ Youtube ভিডিও Re-upload করে টাকা ইনকাম

যে ভুলটা কখনই করবে না, একটা ভিডিও বানিয়ে সাথে সাথে আপলোড দিবে না। আগে সর্বনিন্ম ২০টা shorts ভিডিও তৈরি করে নিন। পারলে একটু এডিট করে নিবেন। এবার প্রতিদিন বা একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করবেন। 

মনে রাখবেন, Shorts ভিডিও আপলোড করতে হলে আপনাকে ভিডিওর টিতলে অথবা Description-এ # ট্যাগ ব্যবহার করতে হবে। 

মনে করুন আপনার ভিডিও Title যদি হয় " Android Teacher" তাহলে Title হবে এমন, "Android Teacher | # Shorts। #shorts ব্যবহার করলে আপনার ভিডিও ইউটিউব Shorts ভিডিও হিসেবে বুঝে নিবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভিডিও যেনো ৫৫ সেকেন্ডের বেশি না হয়। ৫৫ সেকেন্ডের বেশি হলে সেটা Shorts ভিডিও হবে না।

আমার একটা shorts ভিডিও দেখে আসতে পারেন। কিভাবে আমি এডিট করেছি এবং আপলোড কিভাবে করেছিঃ আয়নাতে অই মুখ দেখবে যখন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ